আয়াতুল্লাহ হাকিমের  (রহ.) স্মরণে ইমাম আলী  (আ.)এর মাযারে শোকানুষ্ঠান 			 		
 	 	 		তেহরান (ইকনা): ইরাকের অন্যতম শিয়া আলেম ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাঈদ হাকিমের (রহ.) স্মরণে ৮ম সেপ্টেম্বর নাজাফে আশরাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে সেদেশের বিশিষ্ট আলেম, পণ্ডিত এবং সাধারণ জনতার উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।