IQNA

তেহরানে তাজিয়া খানি

তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের আর্ট সেন্টারে তাজিয়া খানি (কারবালার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মঞ্চ নাটক) অনুষ্ঠিত হয়েছে। উক্ত তাজিয়া খানি ৬ থেকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।

তাজিয়া শব্দের অর্থ সমবেদনা প্রদান করা এবং এটি ইরানের এক ধরণের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান যা মহরম মাসে কারবালার ঘটনায় শোক প্রকাশ করার জন্য অনুষ্ঠিত হয়।

captcha