IQNA

ভিডিও | রাসূলের (সা.) উত্তম চরিত্রকে কেন্দ্র করে কুর্দি ক্বারির মনোমুগ্ধকর তিলাওয়াত

20:02 - October 27, 2021
সংবাদ: 3470883
তেহরান (ইকনা): ঐক্য সপ্তাহ উপলক্ষে কুরআন বিষয়ক আন্তর্জাতিক বার্তা সংস্থা “ইকনা”র উদ্যোগে “বাদর আদ-দুজা” শিরোনামে কুরআন তিলাওয়াতের আলোকে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। 

এই ভিডিওতে ইরাকের কুর্দিস্তান প্রদেশের সুলায়মানিয়া শহরের আন্তর্জাতিক মানের এবং খ্যাতনামা ক্বারি "কাউচার ওমর আলী" মহানবী (সা.)-এর উত্তম চরিত্র সম্পর্কে সূরা আল-কালামের ১ থেকে ৭ নম্বর আয়াত তিলাওয়াত করছেন।
 
কাউচার ওমর আলী, ইরাকের কুর্দিস্তানের আন্তর্জাতিক মানের ক্বারি এবং সুলায়মানিয়া শহরে ইকরা কুরআনিক সেন্টারের তিলাওয়াত এবং আযান বিভাগের পরিচালক। তিনি ১৯৮২ সালে সুলায়মানিয়া শহরে জন্মগ্রহণ করেন। 
 
তিনি জেনারেল সার্জারির একজন স্নাতক এবং একজন শিশু বিশেষজ্ঞ। বর্তমানে তির চিকিৎসা পেশা ছাড়াও বিভিন্ন মহফিলে কুরআন তিলাওয়াত করেন।
 
 

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে


ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ﴿۱

নূন, শপথ কলমের এবং যা তারা লিপিবদ্ধ করে তার।

مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ ﴿۲

তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে উন্মাদ নও।

وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ ﴿۳

এবং নিশ্চয় তোমার জন্য অশেষ প্রতিদান রয়েছে।

وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ ﴿۴

এবং নিঃসন্দেহে তুমি অতীব মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ﴿۵

শীঘ্রই তুমি প্রত্যক্ষ করবে এবং তারাও প্রত্যক্ষ করবে,

بِأَيْيِكُمُ الْمَفْتُونُ ﴿۶

তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿۷

নিশ্চয় তোমার প্রতিপালক সর্বাধিক অবগত আছেন কে তাঁর পথ হতে বিভ্রান্ত হয়েছে এবং তিনিই সর্বাধিক অবগত কারা সৎপথপ্রাপ্ত।

iqna

captcha