IQNA

ভিডিও | তওবার আয়াত এবং আমেরিকান খতিবের চোখের অশ্রু

তেহরান (ইকনা): নিউইয়র্কের আল-সিদ্দিক ইসলামিক সেন্টারের খতিবের আবেগপূর্ণ খুতবার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে দেখা যায় যে, তিনি সূরা তওবার আয়াত তিলাওয়াতের পর সেটা অনুবাদ করার সময় আবেগপ্লুত হয়ে চোখের অশ্রু ঝরান। এই ভিডিওটি সামাজিক মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

 

 

captcha