IQNA

আফগানিস্তানের জালালাবাদে বিস্ফোরণ

20:02 - November 07, 2021
সংবাদ: 3470935
তেহরান (ইকনা): আফগানিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের কেন্দ্রীয় শহর জালালাবাদে পৃথক দুটি বিস্ফোরণে তালেবানের ৮ যোদ্ধা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
এছাড়াও এই বিস্ফোরণে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।স্থানীয় কর্মকর্তারা জালালাবাদের প্রাণ কেন্দ্রের দ্বিতীয় জেলায় পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন।
 
জালালাবাদের পুলিশ জানিয়েছে, দুটি পৃথক বিস্ফোরণ এবং পরবর্তী এলোপাতাড়ি গুলি চালানোর ফলে তালেবানের নিরাপত্তা বাহিনীর দুই জন সদস্য আহত হয়েছে।
 
রাজ্যের পুলিশ প্রধান মৌলভি শেখ নেদা মোহাম্মদ বলেছেন, প্রথম বিস্ফোরণটি চতুর্থ পুলিশ বিভাগের নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরিত হয়েছে। এরফলে এবং দুইজন আহত হয়েছেন, তবে দ্বিতীয় বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণের পর গুলির শব্দ শুনেছেন এবং দুটি বিস্ফোরণের পর তালেবান বাহিনী ও হামলাকারীদের মধ্যে গোলাগুলির খবর পেয়েছেন। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। iqna
 

 

captcha