IQNA

তুরস্কে ৮০০ বছরের পুরনো পেরেকবিহীন কাঠের মসজিদ

তেহরান (ইকনা): ঐতিহাসিক গুজলী মসজিদ তুরস্কের সামসুন প্রদেশের চাহারশাম্বে শহরে অবস্থিত। এই মসজিদটি প্রায় আটশত বছর আগে নির্মিত হয়েছিল এবং অতি প্রাচীন এই মসজিদটি নির্মাণ করতে কোনো প্রকার পেরেক, স্ক্রু বা আঠা ব্যবহার করা হয়নি।
ট্যাগ্সসমূহ: তুরস্ক ، ইকনা ، মসজিদ
captcha