IQNA

দায়েশের হামলায় নাইজেরিয়ার সাত সেনা নিহত 

17:47 - December 04, 2021
সংবাদ: 3471080
তেহরান (ইকনা): গতকাল নাইজেরিয়ার সামরিক বাহিনীর উপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সংশ্লিষ্ট জঙ্গিদের হামলায় সাত নাইজেরিয়ান সেনা নিহত হয়েছে।
নাইজেরিয়ার সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, শুক্রবার ক্যামেরুন সীমান্তের কাছে উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি 
 
দায়েশ সেনা পোস্টে সন্ত্রাসী হামলায় সাত নাইজেরিয়ান সৈন্য নিহত হয়েছে।
 
পশ্চিম আফ্রিকার বেলায়েতে (ISWAP) নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা ৩য় ডিসেম্বর রান শহরে একটি নাইজেরিয়ান সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে। এরফলে পরস্পর দুই দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। 
 
এএফপি জানিয়েছে যে হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত বেশ কয়েকটি ট্রাকে চড়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হামলা চালায়। তবে নাইজেরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের এই হামলা প্রতিহত করেছে। সামরিক এক সূত্র এএফপিকে জানায়: সেনাবাহিনী আক্রমণ প্রতিহত করলেও আমরা সাতজন সৈন্যকে হারিয়েছি।
 
সংঘর্ষের ফলে শহরের বাসিন্দারা পালিয়ে যায়। রাম শহরটি বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ১৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।
 
এছাড়াও ১৭ই সেপ্টেম্বর সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা পশ্চিম আফ্রিকার চাদ লেক অঞ্চলের মাইদুগুরি-মঙ্গোনো হাইওয়েতে হামলা চালিয়ে কমপক্ষে ১৬ জন নাইজেরিয়ান সৈন্যকে হত্যা করেছে।
 
এক সপ্তাহ পরে, একই এলাকার ডিকোভা শহরের কাছে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় আট নাইজেরিয়ান সৈন্য নিহত হয়।
 
বোকো হারামের সাথে দায়েশের সংঘর্ষের ফলে বোকো হারামের নেতা আবু বকর আল-শোকওয়াকর নিহত হয় এবং এর পর থেকে দায়েশের সদস্যরা চাদ লেকের পার্শ্ববর্তী অঞ্চলসমূহে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। 
 
“তানজিমুল দৌলাতুল ইসলামিয়া-বেলায়াতে গারবে আফ্রিকা” নামে প্রসিদ্ধ আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৬ সালে বোকো হারাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 
 
এই দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘাতের ফলে উত্তর-পূর্ব নাইজেরিয়ার প্রায় ২০ লাখ মানুষকে বাস্তুচ্যুত হয়েছে এবং তারা প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছে। iqna
 
 
captcha