IQNA

মালয়েশিয়া: ইহুদিবাদী শাসকদের সাথে আমাদের কোন যোগাযোগের প্রয়োজন নেই

4:04 - December 05, 2021
সংবাদ: 3471085
তেহরান (ইকনা): মালয়েশিয়া সরকারের উপদেষ্টা আব্দুর রাজ্জাক আহমেদ গুরুত্বারোপ করবে বলেছেন, অন্য জাতির বিরুদ্ধে নিপীড়ন ও অপরাধের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো শাসনব্যবস্থার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনের কোনো প্রয়োজন নেই।
তিনি বলেছিলেন যে, ইহুদিবাদী ইসরাইলি স্কোয়াশ দলকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া সার্বভৌমত্বের বিষয় এবং এটি আমাদের উপর নির্ভর করে।
 
উল্লেখ্য যে, মালয়েশিয়া বিভিন্ন সময়ে ইসরাইলি দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বিরোধিতা করেছে।
 
মালয়েশিয়া সম্প্রতি জেরুজালেমে দখলদার সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বিরোধিতার প্রয়াসে ইসরাইলি দলকে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকার করে।
 
অবশেষে এই সিদ্ধান্তের জন্য ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে না দিয়ে মালয়েশিয়ার কাছ থেকে স্বাগতিক হওয়ার অধিকার কেড়ে নিয়েছে!
 
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী শাসকের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গে মালয়েশিয়ার বিরোধিতার প্রশংসা করেছে।
 
মালয়েশিয়ার কাছ থেকে এই টুর্নামেন্টের আয়োজকের অধিকার কেড়ে নেওয়ার জন্য হামাস তীব্র সমালোচনা করেছে। হামাস আন্দোলন ফিলিস্তিনকে সমর্থন করার জন্য মালয়েশিয়ার ঐতিহাসিক অবস্থান এবং ইহুদিবাদী শাসকের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার জন্য সেদেশের প্রশংসা করেছে। 
 
প্রফেসর মোহাম্মদ এফেন্দি সালেহ একজন বিশ্ব মানবতাবাদী কর্মী। তিনি মালয়েশিয়ার সরকারের প্রতিশ্রুতি বিশ্বে ন্যায়বিচার ও স্বাধীনতার নীতিগুলিকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করে মালয়েশিয়ার  প্রশংসা করে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন:  "খেলাধুলা এই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়।আমাদের খুনিদের সাথে খেলাধুলা করা উচিত নয়।"
 
ফিলিস্তিনের গুরুত্ব সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এফেন্দি বলেন: ছয় দশকেরও বেশি পুরনো ফিলিস্তিনের নিপীড়িত জাতির সাথে আমাদের মর্যাদা ও সংহতি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ হারানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। iqna
 

 

captcha