IQNA

ভিডিও | "তাহা আল-ফাশনি"র সুললিত কণ্ঠে তিলাওয়াত

তেহরান (ইকনা): মিশরের বিশিষ্ট ক্বারি ত্বহা হাসান আল-ফাশনি। তিনি সেদেশেরে অন্যতম প্রসিদ্ধ ক্বারি শাইখ মুস্তাফা ইসমাইলের কুরআন তিলাওয়াতের ভক্ত। তাঁর সেরা এবং সবচেয়ে প্রসিদ্ধ ইসলামী সঙ্গীতের মধ্যে রয়েছে "হুববুল হুসাইন", "ইয়া আইয়ুহাল মুখতার" এবং "মিলাদ ত্বহা"। প্রসিদ্ধ এই ক্বারির মৃত্যুর কথা স্মরণ করে তার সুললিত কণ্ঠে সূরা ইব্রাহিমের তিলাওয়াত প্রকাশ করা হল:
captcha