IQNA

ভিডিও | ক্বারি মানশাভির অনুরূপে ইরানী দুই ক্বারির তিলাওয়াত

তেহরান (ইকনা): বিশ্বখ্যাত ক্বারি মানশাফির অনুরূপে ইরানের সুপরিচিত ক্বারি  সৈয়দ মোস্তফা হোসাইনী এবং সৈয়দ জাসেম মুসাভি সূরা দুহার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন।
বাসে সফররত অবস্থায় প্রসিদ্ধ এই দুই ক্বারি সম্বলিত তিলাওয়াতটি পরিবেশন করেন। তাদের সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর এই তিলাওয়াতটি পেশ করা হল: