IQNA

মাশহাদে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর শাহাদাতের শোকানুষ্ঠান

তেহরান (ইকনা): ইরানের পবিত্র নগরী মাশহাদে নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর শাহাদাতের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আহলে বাইতের (আ.) ভক্ত এবং ইমাম রেজার (আ.) জিয়ারতকারীগণ হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর তাবুতের প্রতীকী নিয়ে ইমাম রেজা (আ.)এর মাযারে উপস্থিত হন।