৩৫তম জাতীয় হস্তশিল্প প্রদর্শনী
তেহরান (ইকনা): তেহরানের আন্তর্জাতিক প্রদর্শনী ২৯ জানুয়ারি শুরু হয়েছে এবং একাধারে ১ম ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। ৩৫ তম জাতীয় হস্তশিল্প প্রদর্শনীতে ইরানের বিভিন্ন শিল্পীদের কারুজাক তুলে ধরা হয়েছে। ৪৪৩৮ মিটার আয়তনের এই প্রদর্শনীর তিনটি হলে সারাদেশের ২১১ জন শিল্পীর হস্তশিল্প তুলে ধরা হয়েছে।