IQNA

ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র মাযার

তেহরান (ইকনা): নবী করিম (সা.) পূতপবিত্র আহলে বাইতের (আ.) সপ্তম নক্ষত্র ইমাম মুসা কাযিম (আ.) নামে প্রসিদ্ধ মুসা ইবনে জাফর (আ.) ১২৮ হিজরিতে জন্মগ্রহণ করেন। ১৮৩ হিজরির ২৫ রজব (খ্রিস্টিয় ৭৯৯ সনে) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইত (আ.) ও নিষ্পাপ ইমামকুলের অন্যতম সদস্য হযরত ইমাম মুসা কাযিম (আ.) শাহাদাত বরণ করেন। বিশ্বব্যাপী পালন করা হয় তাঁর শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে এই মহামানব এবং বিশ্বনবী (সা) ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম এবং সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।