IQNA

ভাষাগত সেবা দিতে হারামাইনে বিশেষ কার্ড

20:05 - March 23, 2022
সংবাদ: 3471594
তেহরান (ইকনা): সৌদি আরবে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ মুসল্লিদের ভাষাসহ অন্যান্য সেবা প্রদানে বিশেষ কার্ড চালু করেছে। 
সেবাগুলোর মধ্যে আছে ‘দ্য মানারাত আল-হারামাইন’ থেকে প্রচারিত খুতবা, লাইভ ক্লাসগুলো, রেডিও অনুষ্ঠান ও অডিও বই ইত্যাদি। এ ছাড়া কার্ডে আছে ‘ইন্টারেক্টিভ ম্যাপ’। ভাষা ও অনুবাদ বিভাগের মহাপরিচালক আহমেদ বিন মারজুক আল-জুমায়ি চলতি সপ্তাহের শুরুর দিকে কার্ডটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
 
তিনি বলেন, ‘কার্ডে একাধিক কিউআর কোড আছে যা স্ক্যানিং করে ভাষা ও অনুবাদ বিভাগের সেবাগুলো নিতে পারবে। সরাসরি সম্প্রচারিত ভাষণ ও ক্লাসের অনুবাদের ক্ষেত্রে সর্বোচ্চ মান রক্ষা করা হয়। ভাষণ প্রদানের আগেই অনুবাদ সংস্থা বিশেষজ্ঞদের মাধ্যমে তার অনুবাদ করান। অতঃপর তা পর্যালোচনা ও সম্পাদনা করা হয়। ’
 
তিনি আরো বলেন, ‘সম্প্রচারের ক্ষেত্রেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সেবাগুলো ইংরেজি, ফ্রেন্স, পার্সিয়ান, উর্দু, মালায় ছাড়াও বেশ কয়েকটি ভাষায় সম্প্রচার করা হয়। কিউআর কোড স্ক্যান করে মুসল্লিরা মসজিদুল হারামের নকশা দেখতে পারবে, যা তাকে অবস্থান নির্ণয় ও কোথায় কী অবস্থিত তা বের করতে সহায়তা করবে। ’
সূত্র : আরব নিউজ
captcha