IQNA

শুশ শহরে হযরত দানিয়াল (আঃ) নবী’র রওজা মোবারক

তেহরান (ইকনা):  হযরত দানিয়াল (আঃ) হলেন বনী ইসরাইলের একজন নবী যিনি খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে ব্যাবিলনে বসবাস করতেন এবং পরবর্তীতে তিনি ইরানে স্থান্তরিত হন।
হযরত দানিয়াল (আঃ)এর রওজা শরীফ ইরানের দক্ষিণাঞ্চলীয় শুশ শহরে অবস্থিত যা ইরানের জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে নিবন্ধিত হয়েছে।
দানিয়াল (আরবি: دانيال‎, প্রতিবর্ণী. Dānyāl‎) হলেন ইসলামি ঐতিহ্যমতে একজন নবী। যদিও পবিত্র কুরআনে তার কোনো নাম উল্লেখ নেই, হাদিসশাস্ত্র অনুসারে তাকে একজন নবী গণ্য করা হয়।
 
 
captcha