ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে ধারাবাহিক কুরআন মাহফিল
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারে ধারাবাহিক কুরআন মাহফিল শুরু হয়েছে। এই মাহফিলে ইরাকের বিশিষ্ট ক্বারিগণ প্রতিদিন এক পারা করে কুরআন তিলাওয়াত করছেন।