IQNA

তেহরানে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী

তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে “কুরআন; হোপ অ্যান্ড পিস” শিরোনামে ২৯তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হয়েছে। ৪০ হাজার বর্গ মিটার এলাকায় জুড়ে এই প্রদর্শনীতে মোট ৪৫টি বিভাগ রয়েছে। উক্ত প্রদর্শনী ২৯মে মে পর্যন্ত অব্যাহত থাকবে।

captcha