IQNA

মোহাম্মদী ফুল দিয়ে গোলাপপানি উৎপাদন

তেহরান (ইকনা): ইরানি মোহাম্মাদী ফুল যা ঔষধ হিসেবে খুবই জনপ্রিয়। এখন শুরু হয়েছে মোহাম্মাদী ফুল সংগ্রহ করার সময়। এ ফুলের নির্যাস থেকে গোলাপপানি সহ তৈরি হয় বিভিন্ন প্রকারের ঔষধ।
সাধারণত মে মাসের শুরু থেকে এ ফুল তোলা শুরু হয়। আগামী একমাস যাব এই ফুল সংগ্রহ অব্যাহত থাকবে। ইরানের শিরাজ শহরের ১২০ কিলোমিটার অদুরে মিমান্ড উপশহরে এখন মোহাম্মাদী ফুল সংগ্রহের উৎসব চলছে। এই উপশহরটি এই ফুলের সুগন্ধে সমৃদ্ধ হয়েছে। মিমান্ড উপশহরের ১৫০০ হেক্টর ফুল বাগান থেকে বার্ষিক ৫ টন মোহাম্মাদী ফুল সংগ্রহ করা হয়। তবে এই বছর হিমশীতলের কারণে এই ফুলের উৎপাদন ২.৫ টন হ্রাস পেয়েছে।
 
 
 
 
captcha