IQNA

তেহরানে ইটের তৈরি বৃহত্তম গম্বুজ; মুয়াইর আল-মামলিক মসজিদ

তেহরান (ইকনা): তেহরানের পুরাতন সাঙ্গলাজ এলাকায় অবস্থিত মুয়াইর আল-মমালিকের মসজিদ ও স্কুলটি কাজার বাদশাহের আমলে ৫,০০০ বর্গমিটারেরও বেশি জমির ওপর নির্মিত হয়েছে।

মুয়াইর আল-মামলিক মসজিদের গম্বুজটি তেহরানের ইটের তৈরি সর্ববৃহৎ মসজিদ। মসজিদের বড় প্রাঙ্গণ থাকার ফলে এই সবুজ প্রাঙ্গণে ধর্মীয় বিনোদনমূলক পরিবের বিরাজ করে।

 
 
 
 

 

captcha