ইরান ও ইরাকের সীমান্তে আরবাইনের পদযাত্রার প্রস্তুতি
তেহরান (ইকনা): আসন্ন আরবাইন তথা ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র চল্লিশা উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর ছাড়াও ইরানের শালামচা শহরে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় জিয়ারতকারীদের অধিক সেবা এবং সুসজ্জিভাবে পদযাত্রা উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।