IQNA

আল্লামা আমিনীর লাইব্রেরী

হযরত আমীরুল মু’মিনীন (আ.) নামে প্রসিদ্ধ আল্লামা আমিনীর লাইব্রেরী ১৩৯০ হিজরিতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম ধর্মের এই মহান আলেম ধর্মীয় বুজুর্গদের নিকট হতে ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন। শিক্ষিত হয়েছিলেন। শিক্ষা ও জীবন চালিয়ে যাওয়ার জন্য তিনি ইরাকের পবিত্র নগরী নাজাফকে বেছে নেন।

এই লাইব্রেরীতে প্রায় ৫ হাজার হস্ত লিখিত পাণ্ডুলিপি সহ মোট ৯৮৫০ খণ্ড মুল্যবান গ্রন্থ সংগ্রহীত রয়েছে। কুরআন, তাফসির, ইসলামি ইতিহাস, গণিত এবং পদার্থবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ লাইব্রেরীটি ইরাকের প্রথম সারির লাইব্রেরীর মধ্যে অন্তর্ভক্ত।

 

 
 
captcha