IQNA

ইসফাহান বিশ্ববিদ্যালয়ে "সামা কালাম" ক্যালিগ্রাফি প্রদর্শনী

তেহরান (ইকনা): ক্যালিগ্রাফি সপ্তাহ আগমনের সাথে সাথে ইরানের ইসফাহান বিশ্ববিদ্যালয়ের কুরআন ও হাদিস বিজ্ঞান বিভাগের প্রচেষ্টায় ১৮ই অক্টোবর মঙ্গলবার, কুরআনের আয়াত থেকে উপকৃত হওয়ার লক্ষ্যে 'সামা কালাম' ক্যালিগ্রাফি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
 
 
captcha