IQNA

এক নজরে ইসফাহানের হাউজায়ে এলমিয়া

তেহরান (ইকনা): ইরানের ইসফাহান শহরের শাফিয়েহ মাদ্রাসার স্থাপত্য মসজিদের মতো। সাফাভি’র আমলে নির্মিত এই মাদ্রাসায় মোট চারটি প্রাঙ্গণ রয়েছে। অনন্য এই স্থাপত্যটি ১৯৯৭ সালের ২য় আগস্টে ইরানের একটি জাতীয় কাজ হিসাবে নিবন্ধন করা হয়েছে।