IQNA

ভিডিও | বাহরাইনে ধর্ম সম্মেলনে মিশরের শিশু ক্বারির তিলাওয়াত

তেহরান (ইকনা): বাহরাইনে ইসলাম-খ্রিস্টান আন্তঃধর্মীয় সম্মেলনে আল-আজহারের শিশু ক্বারি "ওমর আলী"র কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

এই সম্মেলনে পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে শিশু ক্বারি ‘ওমর আলী” এই মনোমুগ্ধকর তিলাওয়াতটি উপস্থাপন করেন।
"বাহরাইন ডায়ালগ অ্যাসেম্বলি" শিরোনামের এই সম্মেলনটি "মানব সহাবস্থানের জন্য পূর্ব ও পশ্চিম" স্লোগানে ৩য় ও ৪র্থ নভেম্বরে মানামায় অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে ওমর আলী সূরা ইয়াসিনের ৩৩ থেকে ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
উল্লেখ্য যে এই অনুষ্ঠানটি মিশরের শিশু ক্বারির সুললতি কণ্ঠে মনোমুগ্ধকর তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। 4102374

فیلم | تلاوت کودک الازهری در همایش ادیان بحرین