IQNA

ইসফাহানে শরতের অপরূপ প্রকৃতি

তেহরান (ইকনা): শরতকালের মনোরম সুন্দরের কারণে এই ঋতুকে “ঋতুর রাজা” বলে সম্বোধন করা হয়। এই ঋতুতে রঙের অলৌকিক ঘটনা পরিলক্ষিত হয়। ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানে বার্তা সংস্থা ইকনার ক্যামেরায় বন্দি এমনই কিছু দৃশ্য তুলে ধরা হল।

 

 
 
captcha