IQNA

চলতি বছরেই ডুবতে যাচ্ছে ব্রিটেনের অর্থনীতি : আইএমএফ

23:19 - January 31, 2023
সংবাদ: 3473266
তেহরান (ইকনা): আইএমএফের মতে এককালের সূর্য্যাস্ত হত না যে সাম্রাজ্যে সেই সাম্রাজ্যবাদী দেশ বুড়ো শয়তান ( শয়তানে পীর ) বিশ্বের ৫ম অর্থনীতি ও ৫ম পরাশক্তি ব্রিটেনের অর্থনীতি নাকি চলতি বছরেই ( ২০২৩ সালে ) তলিয়ে যাচ্ছে মহাসাগরে টাইটানিক জাহাজের ডুবার মত  !!! 
৬৬ মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত এ দ্বীপ রাষ্ট্রটিতে  দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে লাখ লাখ মানুষ এবং ব্রিটিশ পরিবার সমূহের দুই তৃতীয়াংশ খাদ্য সংকট ও খাদ্য সংক্রান্ত নিরাপত্তাহীনতার সম্মুখীন; ৫০% ব্রিটিশ পরিবার বর্তমানে দৈনন্দিন তিন বার খাবার খাচ্ছেন না ! প্রায় ৮০% ব্রিটিশ নাগরিক আর্থিক ভাবে স্বাস্থ্যকর খাদ্য সংগ্রহ করতে পারছেন না । হাইজিন ব্যাংক ও ইউগোভের একটি জরিপে প্রকাশ : জীবন যাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায়  ৩.২ মিলিয়ন ব্রিটিশ নাগরিক সাবান ও ডিওডোরান্ট , টুথ পেস্ট ( হাইজিন ও হেলথ প্রোডাক্ট ) ইত্যাদি কিনতে পারছেন না বলেই কর্মক্ষেত্রে যেতে পারছেন না এবং সহকর্মীদের সাথে সাক্ষাৎ করার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ১০ মিলিয়ন পূর্ণ বয়স্ক ব্রিটিশ নাগরিক ও ৪ মিলিয়ন ব্রিটিশ শিশু নিয়মিত খাবার খেতে পারেন নি। ১৮% ব্রিটিশ পরিবার নিজেদের খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছেন এবং দিনের বেশিরভাগ সময় কিছু খেতে পারেন নি ; ব্রিটিশ জনগণের ১১% ক্ষুধার্ত থাকা সত্ত্বেও কম খেয়েছেন এবং ৬% পুরো দিন ধরে কিছুই খান নি । ব্রিটেনবাসীরা জ্বালানি দারিদ্র্যেরও সম্মুখীন। 
 
এই শীত মৌসুমে তাদের অনেককেই ঘর গরম রাখা ও রান্নবান্নার জন্য উনুন ( চুলা ) জ্বালানোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে হচ্ছে। জ্বালানি সংকট ও দারিদ্র্যের কারণে এই শীত মৌসুমে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক মৃত্যু মুখে পতিত হয়েছেন । শুধু তাই নয় এই শীত মৌসুমে ব্রিটেনে প্রাণরক্ষাকারী ওষুধের তীব্র ঘাটতি ও সংকটে বহু রোগীর জীবনও বিপন্ন হচ্ছে এবং বেশ কিছু রোগী ইতিমধ্যে মারাও গিয়েছে ওষুধ না পেয়ে!
 
গত ২০২২ সাল থেকে ব্রিটেনের খুচরা বাজারে জ্বালানি পণ্যের উল্লম্ফন ও সেই সাথে খাদ্য - আবাসন ও দৈনন্দিন জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি , বিভিন্ন খাতে সরকারের করবৃদ্ধি ও কর্মী সংকট , ব্রেক্সিট ( ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া ) , কোভিড মহামারীর কারণে লক ডাউন, কোয়ারেন্টাইন ও কঠোর বিধি নিষেধ জারি এবং ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক জারিকৃত নিষেধাজ্ঞা ব্রিটেনের জনগণের জীবনকে তীব্র ভোগান্তিতে ফেলেছে এবং দেশটির অর্থনীতির ওপর মরণাঘাত হানছে বলেই সম্প্রতি আইএমএফ মন্তব্য করে বলেছে যে চলতি বছরেই ডুবতে যাচ্ছে ব্রিটেনের অর্থনীতি !!
 
দুর্দশার এ ভয়াল চিত্র শুধু ব্রিটেনের একার নয় বরং ফ্রান্স , জার্মানি সহ গোটা ইউরোপীয় ইউনিয়নেরও । ব্রিটেনের অর্থনীতি যদি সংকটের মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যেতে থাকে তাহলে ইউরোপের অপরাপর দেশগুলোর ( ইউরোপীয় ইউনিয়ন) অর্থনীতিও তলাবে ও ডুববে !! আর ইউক্রেন সংকটকে উপলক্ষ করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়াকে জব্দ ও কাবু না করে বরং ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনকেই কাবু ও ধরাশায়ী করে ফেলছে । আর ইউক্রেন সংকট রাশিয়া সৃষ্টি করেনি বরং তা সৃষ্টি করেছে ব্রিটেন ও ন্যাটোর যোগসাজশে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। তাই সার্বিক এ দুর্দশা ও দুর্ভোগের জন্য ইউরোপীয় ইউনিয়ন , ন্যাটো , ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী । তাই রাশিয়াকে না দুষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের উচিত নিজেদের দোষা এবং ক্ষোভে রাগে ও দুঃখে নিজেদের আঙ্গুল কামড়ানো ও দংশন করা !!!
তাই এটা কি মুসলিম বিশ্ব ও মুস্তাদ'আফদের ( পশ্চিমা সাম্রাজ্যবাদী পরাশক্তি সমূহের হাতে বিশ্বের নিপীড়িত নির্যাতিত জনগণের ) জন্য মহাসুসংবাদ নয় কি ?
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
১১-১১- ১৪০১ 
৩১ -১- ২০২৩
captcha