IQNA

যেভাবে প্রতিভার অপমৃত্যু হয়

0:01 - February 09, 2023
সংবাদ: 3473315
তেহরান (ইকনা): প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা বিশেষ প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। আর এই প্রতিভা সবার মাঝে অভিন্ন নয়। এটা খোদাপ্রদত্ত নিজাম ও সৃষ্টির সৌন্দর্য। আর আমরা আমাদের প্রত্যেকের প্রতিভা প্রয়োগে একে অন্যের সহযোগী। তবে অনেক মানুষ প্রতিভার সঠিক পরিচর্যা না করার কারণে প্রতিভা বিকশিত হয় না। আবার অনেকে বিকশিত করার পরও তার প্রতিভাকে যথাস্থানে প্রয়োগ করতে পারে না।
এ জন্য প্রয়োজন প্রতিভার সুষ্ঠু বিকাশ, সঠিক প্রয়োগ ও সর্বোপরি আল্লাহপ্রদত্ত তাওফিক। আর নিজের প্রতিভাকে সুন্দর ও যথাস্থানে প্রয়োগ করলেই গড়ে উঠবে সুন্দর এক সমাজ। তবে এর জন্য প্রয়োজন আমাদের প্রতিভা যেসব জিনিস নষ্ট করে দেয়, তার থেকে নিজেকে পরিপূর্ণ বাঁচিয়ে রাখা। নিম্নে তার কয়েকটি আলোচনা করা হলো।
সঙ্গদোষে প্রতিভার অপমৃত্যু হয়
 
আমাদের অনেকের এই উদীয়মান প্রতিভা নষ্ট হয়ে যায় পারিপার্শ্বিক, সঙ্গদোষ, ইত্যাদির কারণে। কারণ নিজের অবচেতনে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাই আমরা। সে জন্য আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মুমিনরা, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থেকো।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
 
এ জন্য আমাদের উচিত আমাদের কাজে-কর্মে সর্বদা সত্যনিষ্ঠ লোকদের সাহচর্য গ্রহণ করা। সৎসঙ্গের কারণে একজন মানুষ সৌভাগ্যের সপ্ত আকাশে উড়তে থাকে। আবার এই অসৎসঙ্গের অপরাধে তুখোর প্রতিভার অধিকারী ব্যক্তিটিও হারিয়ে যায় অতল গহ্বরে, গহিন বনে।
 
বিকাশের আগে প্রকাশ হওয়ার চেষ্টা
 
আমাদের অনেকের যে প্রতিভা আছে তা বিকাশের অন্তরায় হচ্ছে বিকাশের আগে প্রকাশিত হওয়ার অহেতুক চেষ্টা। এই প্রবণতা বর্তমানে অনেকের মধ্যে দেখা যায় যে নিজেকে পরিপূর্ণ বিকশিত করার পূর্বেই প্রকাশ করার জন্য উঠেপড়ে লেগে যায়। ওমর (রা.) বলেন, তোমরা নেতা হওয়ার আগে জ্ঞানার্জন করে নাও। (সহিহ বুখারি : ১/২৫)
 
এ জন্য নেতৃত্বে আসার আগে পর্যাপ্ত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তোলা জরুরি। এরপর কাজের ময়দানে নামতে হবে।
 
অতি প্রশংসা
 
প্রতিভার অকাল মৃত্যু হওয়ার আরেকটি কারণ, অতি উচ্চ প্রশংসা বা কারো সামনাসামনি প্রশংসা করা। এ জন্য হাদিসে কারো সামনাসামনি প্রশংসার নিষেধাজ্ঞা এসেছে। এর দ্বারা শুধু প্রতিভাই নষ্ট হয় না; বরং ভয়াবহ আরো রোগের মূল উৎস হয়ে দাঁড়ায়। এ জন্য হাদিসে প্রশংসাকারীর মুখে মাটি নিক্ষেপ করার কথাও এসেছে। হাম্মাম ইবনুল হারিস (রহ.) থেকে বর্ণিত, একদিন এক ব্যক্তি ওসমান (রা.)-এর প্রশংসা করতে শুরু করলেন। তখন মিকদাদ (রা.) মোটা মানুষ হওয়ার কারণে হাঁটুর ওপর ভর করে বসলেন। এরপর তিনি প্রশংসাকারীর মুখে মাটি নিক্ষেপ করতে লাগলেন। তখন ওসমান (রা.) তাকে বললেন, হে মিকদাদ, তুমি এটা কী করছ? জবাবে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা অতিমাত্রায় প্রশংসাকারীদের দেখলে তাদের চেহারায় মাটি নিক্ষেপ করবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৭৩৯৬)
 
আত্মমুগ্ধতা
 
পরিচর্যাহীন যেকোনো জিনিস তার সজীবতা, উজ্জ্বলতা হারাতে থাকে। আমরা যদি আমাদের প্রতিভার নিয়মিত পরিচর্যা না করি তাহলে আমরাও নিজেদের ধীরে ধীরে হারিয়ে ফেলব। এ জন্য নিজের প্রতিভার ব্যাপারে আত্মমুগ্ধ হয়ে বসে থাকা যাবে না। সর্বদা আশা ও ভয়ের মাঝে থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাসুলের সাহচর্য পেয়েও নিজেদের ব্যাপারে  নেফাকের ভয় করতেন। ইবনে আবি মুলায়কাহ (রহ.) বলেন, আমি নবী (সা.)-এর এমন ৩০ জন সাহাবিকে পেয়েছি, যাঁরা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। (সহিহ বুখারি : ১/১৮)
 
নেতিবাচক জিনিস
 
আমাদের চারপাশের প্রতিনিয়ত নেতিবাচক বিষয়ক ঘটনা ঘূর্ণয়মাণ। আমরা এর দ্বারা প্রকটভাবে প্রভাবিত হই। এই নেতিবাচক জিনিস শোনা, চিন্তা করা আমাদের কাঙ্ক্ষিত সম্ভাবনা থেকে অনেক দূরে ঠেলে দেয়। সে জন্য যতটুকু সম্ভব সর্বোপরি নিজেকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখবে। প্রিয় নবী (সা.) হিজরতের সময়, কঠিন মুহূর্তে হেরা গুহায় যখন আত্মগোপন করেছিলেন, কাফিররা রাসুল (সা.)-কে খুঁজতে খুঁজতে একদম কাছেই চলে এসেছিল। তখন রাসুল (সা.)-এর সঙ্গী আবু বকর (রা.) আশঙ্কা প্রকাশ করেছিলেন। তখন প্রিয় নবী (সা.) সঙ্গে সঙ্গে নির্ভয় ও নির্ভার হয়ে উত্তর দিয়েছিলেন, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ তাআলা বলেন, ‘সে (রাসুল সা.) তার সঙ্গীকে বলেছিল, চিন্তা কোরো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ (সুরা : তাওবা, আয়াত : ৪০)
captcha