আজাদী স্কয়ারে বিপ্লব বার্ষিকীর রাতে বিশেষ আলোক-সজ্জা
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ পালন করা হচ্ছে মহান ইসলামী বিপ্লবের ৪৪ তম বিজয়-বার্ষিকী। গৌরবময় ৪৪ বছর পেরিয়ে হাজার বছরের সেরা ইরানের ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী পালন করতে দেশটির প্রতিটি শহর, গ্রাম ও বন্দরে মহান বিজয়-বার্ষিকীর শোভাযাত্রায় শরিক হয়েছেন সর্বস্তরের লাখো কোটি জনগণ। গতকাল রাতে আজাদি স্কয়ারে বিশেষ আলোক-সজ্জা দেখতে সেখানে জড়ো হন নারী, শিশু ও বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ।