IQNA

মসজিদুল আকসায় প্রথম জুমার নামাজে লাখো মুসল্লি + ছবি ও ভিডিও

23:04 - March 24, 2023
সংবাদ: 3473520
তেহরান (ইকনা): পবিত্র মসজিদুল আকসায় রমজানের প্রথম জুমার নামাজে লাখো মুসল্লি অংশ নেন।

ইসলামের তৃতীয় সম্মানিত স্থান পবিত্র মসজিদুল আকসায় রমজানের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) অনুষ্ঠিত জুমার নামাজে ইসরায়েলি দখলদার বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় এক লাখ মুসল্লি অংশ নেন। 
জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিলের প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, জুমার দিন ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। জেরুজালেম ও অন্যান্য স্থান থেকে আগত প্রায় এক লাখ মুসল্লি জুমার নামাজ পড়েছেন। 
 
 
তিনি আরো বলেন, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরের অলিগলি ও পথে পথে ইসরায়েলি সৈন্য মোতায়েন করা হয়।
 
পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। 
 
এদিকে মসজিদুল আকসায় পশ্চিম তীরের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরা জেরুজালেমে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে। এদিকে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের জন্য প্রবেশের পূর্ব-অনুমতি লাগবে।  4129722
 
captcha