IQNA

সর্বোচ্চ নেতা

কাজের সাথে আয় সরাসরি সম্পর্কিত করার প্রয়োজন

0:02 - April 30, 2023
সংবাদ: 3473677
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শ্রম হচ্ছে সমাজের প্রাণ। শ্রম ছাড়া অন্য কিছুর অস্তিত্ব থাকে না।
তিনি বলেন, খাদ্য ও পোশাকসহ অন্য যেসব জিনিসপত্র আমরা ব্যবহার করি সেসবের উৎস হচ্ছে কাজ। কে কাজ করে? শ্রমিক। তাহলে শ্রমিকের মূল্য কেমন? শ্রমিকের মূল্য হচ্ছে সমাজের প্রাণের সমতুল্য।
 
সর্বোচ্চ নেতা শনিবার শ্রম ও শমিক সপ্তাহ উপলক্ষে একদল ইরানি শ্রমিকের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
 
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দুর্নীতির মূলে রয়েছে বেকারত্ব। বহু সামাজিক সমস্যার উৎসও এটি। মাদকাসক্তি, চুরি, তালাক, পরিবার ধ্বংস-এসবের পেছনে রয়েছে বেকারত্ব। যেসব বিভাগ কর্মসৃষ্টির সঙ্গে জড়িত তাদেরকে বুঝতে হবে কর্মসংস্থান সমাজের জন্য কতটা জরুরি। 
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে উৎপাদন। আর উৎপাদনের মেরুদণ্ড হচ্ছে শ্রমিক। শ্রমিকদেরকে দুর্বল হতে দেওয়া যাবে না। উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশই শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত।       
 
তিনি আরও বলেন, কেউ যদি কোনো শ্রমিকের ওপর জুলুম করে তাহলে সে তার সব ভালো কাজকে নষ্ট করল। আল্লাহ এ ধরণের ব্যক্তিকে জান্নাতের সুগন্ধের ধারে-কাছেও যেতে দেন না। এখন এই জুলুমটা কি? মজুরি না দেওয়া, বিমা ও চিকিৎসার মতো অন্য সুবিধাগুলো নিশ্চিত না করা ইত্যাদি। আপনি যদি চান শ্রমিকের ওপর জুলুম না হোক তাহলে শ্রমিকের দক্ষতা বাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করুন।
 
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা শ্রমিকদেরকে ইরানের সরকার ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। অবশ্য শ্রমিকদের নিজেদের অঙ্গনে প্রতিবাদ হয়েছে। তাদের প্রতিবাদ ন্যায্য ছিল। কিন্তু শ্রমিকরা নিজেদেরকে শত্রুদের থেকে আলাদা রাখতে সক্ষম হয়েছে। প্রতিবাদকে অপব্যবহারের সুযোগ শ্রমিকরা দেয়নি। 4137090
 
captcha