IQNA

মাহমুদ শাহাত আনোয়ারের সুললিত কন্ঠে সূরা বাকারার কয়েকটি আয়াত

তেহরান (ইকনা): মাহমুদ শাহাত আনোয়ার মিশয়ের একজন তরুণ এবং খ্যতনামা ক্বারি। সম্প্রতি তিনিসেদেশের কালুবিয়েহ প্রদেশের অনুষ্ঠিত এক কুরআন মাহফিলে যোগদান করছেন। এই মাহফিলে তিনি সূরা বাকারার ২৪ ও ২৫ নম্বর আয়াত তিলাওয়াত করেন।

মাহমুদ শাহাত আনোয়ার মিশয়ের একজন তরুণ এবং খ্যতনামা ক্বারি। সম্প্রতি তিনিসেদেশের কালুবিয়েহ প্রদেশের অনুষ্ঠিত এক কুরআন মাহফিলে যোগদান করছেন। এই মাহফিলে তিনি  সূরা বাকারার ২৪ ও ২৫ নম্বর আয়াত তিলাওয়াত করেন।

 

فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ،

তামরা যদি তা না করতে পার, আর নিশ্চয়ই তা পারবেও না, তবে সেই আগুনকে ভয় কর যার ইন্ধন হবে মানুষ ও পাথর এবং তা প্রস্তুত করা হয়েছে অবিশ্বাসীদের জন্য। 

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ

যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে তাদের (হে রাসূল!) সুসংবাদ দাও যে, তাদের জন্য (বেহেশতে) এমন বাগিচাসমূহ রয়েছে যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত; তা (বাগিচাসমূহ) থেকে তাদের যখনই কোন ফল-মূল জীবিকা স্বরূপ দেওয়া হবে, তারা বলবে, ‘এ তো পূর্বেও আমাদের জীবিকা হিসেবে দেওয়া হয়েছে’, অথচ তাদের তা (জীবিকা) থেকে শুধু এর সদৃশই দেওয়া হয়েছে। এবং তাদের জন্য সেখানে পবিত্র স্ত্রীরাও থাকবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে।

captcha