IQNA

আলবোর্জে মোহাম্মদী ফুলের ফসল

ইরানের আলবোর্জ প্রদেশের বৃহত্তম ফুলের বাগান সওজবালাগে শহরে। এই শহরে ৩৫ হেক্টর এলাকা গোলাপ চাষ করা হয়েছে এবং বর্তমানে সেখান থেকে গোলাপ তোলা শুরু হয়েছে। এই প্রক্রিয়াটি মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয় এবং জুনের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকে। এ ফুল বাগানে প্রতি হেক্টরে ৮ টন মোহাম্মাদী ফুল ফোটে।
 
 
captcha