IQNA

বিশ্বখ্যাত ক্বরি "মানশাবী"র কন্ঠে মনোমুগ্ধকর তিলাওয়াত

তেহরান (ইকনা): মিশরের খ্যতনামা ক্বারির মধ্যে মোহাম্মদ সাদিক মানশাভি নিজের স্থান করে নিয়েছেন। আজ তার সুললিত কণ্ঠে সূরা তূরের ২৫ থেকে ২৭ নম্বর আয়াতের তিলাওয়াত শুনতে পাবেন।

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ 
 তারা একে অপরের অভিমুখী হয়ে জিজ্ঞাসাবাদ করবে। 
قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ 
(২৬) এবং বলবে, ‘আমরা তো (এর) পূর্বে আমাদের পরিবারবর্গের মধ্যে (অবস্থানকালে আল্লাহকে) ভয় করতাম।’
فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ 
(২৭) ফলে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদের জাহান্নামের অত্যুষ্ণ (বাতাসের) আযাব হতে উদ্ধার করেছেন। সূরা তূর, আয়াত ২৫ থেকে ২৭
captcha