IQNA

ইরানী, ইরাকি এবং মিশরীয় ক্বারির কণ্ঠে সূরা বালাদ তিলাওয়াত

তেহরান (ইকনা): ইরানী, ইরাকি ও মিশরীয় চার জন ক্বারির কণ্ঠে সূরা বালাদের আয়াত তিলাওয়াতের ক্লিপ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

এই ক্লিপে ইরানি ক্বারি হামেদ শাকরাঞ্জাদ, ইরানি বংশোদ্ভূত ইরাকি ক্বারি হাসানিন আল-হালু, আরেকজন ইরাকি আবৃত্তিকার মেইছাম তাম্মার এবং মিশরের ক্বারি মাহমুদ শাহাত মোহাম্মদ আনোয়ার আয়াত তিলাওয়াত করছেন। এসকল ক্বারি সূরা বালাদের ৮ থেকে ১২ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
 
أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ، وَلِسَانًا وَشَفَتَيْنِ، وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ، فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ، وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
আমরা কি তাকে দু’টি চক্ষু, ও জিহ্বা এবং দু’টি ঠোঁট দেইনি? এবং তাকে (ভাল-মন্দ) দু’টি পথই প্রদর্শন করিনি? কিন্তু সে কষ্ট করে গিরিপথে প্রবেশ করেনি। কিসে তোমাকে অবহিত করল গিরিপথ কী? 
captcha