IQNA

ইন্দোনেশিয়ার নুরাস সাকালাইন মসজিদ

তেহরান (ইকনা): নুরাস সাকালাইন মসজিদ ইন্দোনেশিয়ার পালো শহরে অবস্থিত এবং এই মসজিদের ডিজাইনাররা বিশেষ কাঠামোতে মসজিদটি তৈরি করাছেন এবং এই শৈলীতে তৈরীর জন্য অনুপ্রাণিত হয়েছেন। লেজার কাটিং ব্যবহার করে এর চারপাশে ধাতব প্লেটে মহন আল্লাহ ৯৯টি নাম লেখা হয়েছে।

captcha