মদীনার জান্নাতুল বাকী কবরস্থান
জান্নতুল বাকী হল মদিনার সবচেয়ে বিখ্যাত এবং মহৎ কবরস্থান। শিয়া মাজহাবের চার জন ইমাম অর্থাৎ ইমাম হাসান (আ.), ইমাম সাজ্জাদ (আ.), ইমাম বাকির (আ.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র কবর এই জান্নতুল বাকিতে রয়েছে। এর একারণেই বিশ্বের মুসলমানদের নিকট এর গুরুত্ব অনেক বেশী।