মাহমুদ শাহাত আনোয়ার মিশরের একজন তরুণ এবং বিশিষ্ট ক্বারি। সেদেশের "বেহিরা" প্রদেশের "ইতাই আল-বারুদ" শহরের অদূরে "তৌফিকিয়াহ" গ্রামে অনুষ্ঠিত এক মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন। এই মাহফিলে তিনি সূরা কাবারার ১৯৭ আয়াত তিলাওয়াত করেছেন।
হজ সম্পর্কিত সূরা আল-বাকারার ১৯৭ নম্বর আয়াতের তিলাওয়াতের ছোট ভিডিওটি বার্তা সংস্থা "ইকনা"র দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল:
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ
সুবিদিত মাসে (শাওয়াল, যিলকদ, যিলহজ) হজ হয়। সুতরাং যে এতে (মাসগুলোতে) (নিজের ওপর) হজ আবশ্যিক করে নেবে, তবে (তার জন্য) হজে (ইহরাম হতে তার সমাপ্তি পর্যন্ত) না (স্ত্রীর সঙ্গে) সহবাস করা, আর না অবাধ্যতা (বিধান লঙ্ঘনের গুনাহ) করা, আর না কোনরূপ কলহ-বিবাদ করা বৈধ হবে। এবং তোমরা কল্যাণকর যে কাজ-ই করবে, আল্লাহ তা (উত্তমরূপে) অবহিত।