IQNA

জাবাল আল-নূরে ইরানি ক্বারিদের মনোমুগ্ধকার তিলাওয়াত

তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের দুই জন তরুন ক্বারি মোহাম্মদ হোসাইনিপুর এবং মোহাম্মদ মেহেদি রুহানি ওহীর দেশে প্রেরণ করা নূর কুরআন কাফেলার সদস্য এবং তারা এ বছর হজ পালন করেছেন। সম্প্রতি তারা সূরা মুবারকেহ আলাক-এর প্রথম পাঁচটি আয়াত তিলাওয়াত করেছেন। তাদের মনোমুগ্ধকার তিলাওয়াতের ভিডও বার্তা সংস্থা "ইকনা"র জন্য প্রকাশ করা হল:

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿۱﴾

পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি (সকল কিছু) সৃষ্টি করেছেন, পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি (সকল কিছু) সৃষ্টি করেছেন,

خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ ﴿۲﴾

তিনি মানুষকে ঘনীভূত রক্ত হতে সৃষ্টি করেছেন।

اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿۳﴾

পাঠ কর, আর তোমার প্রতিপালক মহিমান্বিত।

الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ﴿۴﴾

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ ﴿۵﴾

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। 

 

captcha