তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের খ্যাতনাম ক্বারি “করিম মানসুর” সূরা শু’আরা’র ২২৫ থেকে ২২৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ ﴿۲۲۵﴾
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ ﴿۲۲۶﴾
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ ﴿۲۲۷﴾
তুমি কি লক্ষ্য করনি যে, তারা প্রত্যেক ভূমিতে (জগতে) দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়? তারা যা বলে, তা করে না, তারা ব্যতীত, যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে এবং আল্লাহকে অত্যধিক স্মরণ করেছে, আর নিপীড়িত হওয়ার পর (কবিতার মাধ্যমে) তার প্রতিশোধ গ্রহণ করেছে। অনতিবিলম্বে নিপীড়করা অবগত হবে যে, কোন্্ প্রত্যাবর্তনের স্থানে তারা প্রত্যাবর্তন করবে।