তেহরান (ইকনা): বিশ্বখ্যাত ক্বারি “মোহাম্মাদ সাদিক মানশাভির” সূরা শু’আরা’র ২২৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। তার তিলাওয়াতটি নীচে তুলে ধরা হল।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ ﴿۲۲۷﴾
তারা ব্যতীত, যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে এবং আল্লাহকে অত্যধিক স্মরণ করেছে, আর নিপীড়িত হওয়ার পর (কবিতার মাধ্যমে) তার প্রতিশোধ গ্রহণ করেছে। অনতিবিলম্বে নিপীড়করা অবগত হবে যে, কোন্্ প্রত্যাবর্তনের স্থানে তারা প্রত্যাবর্তন করবে।