মালয়েশিয়ার কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী "আলি রেজা বিজানি"কে অভিনন্দন
তেহরান (ইকনা): ইরানের প্রতিনিধি "আলি রেজা বিজানি" ২৬শে আগস্ট শনিবার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগাতা শেষে ইরানে ফিরলে সেদেশের কর্মকর্তা ও কুরআন কর্মীদের দ্বারা সম্মিলিতভাবে তাকে স্বাগত জানানো হয়েছে।