IQNA

মাহমুদ শাহাত আনোয়ারের মনোমুগ্ধকার তিলাওয়াত

তেহরান (ইকনা): ২০০৮ ও ২০০৩ সালে পৃথক দুইটি মাহফিলে মিশরের প্রসিদ্ধ কারি মাহমুদ শাহাত আনোয়ার সূরা কাহফের ২১ নম্বর আয়াতের তিলাওয়াত করেছেন। 

এই দুই মাহফিলের তিলাওয়াত একসাথে ইকনা'র দর্শনার্থীদের জন্য প্রচার করা হল: 
 
وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا
এরূপে আমরা (তাদের সম্প্রদায়কে) তাদের অবস্থা সম্পর্কে অবহিত করলাম যাতে তারা অবগত হয় যে, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য এবং কিয়ামতে কোন সন্দেহ নেই। 
 
 
 
 
captcha