তেহরান (ইকনা): নূর কুরআনীক কাফেলার সদস্যরা ১৪৪৪ হিজরির আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আরবাইনের পদযাত্রা চলাকালীন সময়তে তারা নাজাফ থেকে কারবালা পর্যন্থ বিভিন্ন স্থানে কুরআন মাহফিলের আয়োজন করেছেন।

ইরানের বিশিষ্ট ক্বারি হামিদ রেজা আহমাদী ওয়াফা এক মাহফিলে মনোমুগ্ধকর তিলাওয়াত পরিবেশন করেছেন। তার এই তিলাওয়াতের ভিডিও নীচে তুলে ধরা হল: