IQNA

পবিত্র কুরআন সম্পর্কে ইরানি প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য + ভিডিও

তেহরান (ইকনা): সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ইউরোপ ও আমেরিকায় পবিত্র কুরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে বক্তব্য রেখেছেন তা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আরব দেশগুলোতেও তা প্রশংসিত হচ্ছে।

আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ইরানি প্রেসিডেন্ট পবিত্র কুরআন হাতে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা স্বাভাবিকভাবেই বিশ্বের প্রায় সব গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। স্থান ও কালের গুরুত্বের কারণে জাতিসংঘের ওয়েবসাইটসহ ইউরোপ ও আমেরিকার গণমাধ্যমও তা এড়িয়ে যেতে পারেনি। এর মধ্যদিয়ে কুরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্বের অবস্থান ও বক্তব্য অমুসলিম সমাজের কাছেও পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
 
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি তার বক্তব্য পবিত্র কুরআন অবমাননার উপযুক্ত জবাব দিয়েছেন। 
 
 

 

captcha