IQNA

ইরানের আন্তর্জাতিক ক্বারীর টানা ৭৫ মিনিট তিলাওয়াত

তেহরান (ইকনা): ইরানের আন্তর্জাতিক ক্বারী কাসিম মোকাদ্দামী এক কুরআন মাহফিলে সূরা ইউসুফের ১৯ থেকে ২৯ আয়াত, সূরা নাযি'য়াত, সূরা শামস, সূরা ত্বহা কয়েকটি আয়াত, সূরা 'আদিয়াত এবং সূরা হামাদ তিলাওয়াত করেছেন। এক মাহফিলে তিনি টানা ৭৫ মিনিট কুরআন তিলাওয়া করেন।

 

قاسم مقدمی

captcha