অডিও| হামিদ শাকের নিজাদের সুললিত কণ্ঠে সূরা ‘আহযাব’ এবং 'ক্বাফ'
তেহরান (ইকনা): ইরানের খ্যতনামা ক্বারি হামিদ শাকের নিজাদের সুললিত কণ্ঠে সূরা ‘আহযাব’-এর ১৫ থেকে ১৮ নম্বর আয়াত এবং সেইসাথে সূরা "ক্বাফ"-এর প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াতের অডিও ফাইল প্রকাশিত হয়েছে। পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজা (আ.)এর পবিত্র মাজারে তিনি এই তিলাওয়াত পরিবেশন করেন।