সর্বোচ্চ নেতার সাথে শেখ ইব্রাহিম জাকজাকির সাক্ষাৎ
তেহরান (ইকনা): গতকাল ১৪ই অক্টোবর দুপুরের আগে আয়াতুল্লাহ খামেনায়ি নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি এবং তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এসময় সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার ও তার পরিবারের প্রচেষ্টার প্রশংসা করে তারা ব্যাপক ষড়যন্ত্র সত্ত্বেও বিশ্বে ইসলামের ক্রমবর্ধমান শক্তিকে প্রচেষ্টার ফল হিসেবে বিবেচনা করেছেন।