তেহরান (ইকনা): অধিকৃত অঞ্চলে আল-আকসা তুফান অভিযানের পর, সেদেশের আন্তর্জাতিক ক্বারী ও কবি মজিদ আনানপুরের সূরা ইসরার ৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

অধিকৃত অঞ্চলে আল-আকসা তুফান অভিযানের পর, সেদেশের আন্তর্জাতিক ক্বারী ও কবি মজিদ আনানপুরের সূরা ইসরার ৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا ﴿۵﴾
অতঃপর যখন প্রতিশ্রুতি দ্বয়ের প্রথমটির সময় আসন্ন হবে তখন আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের কতক কঠোর শক্তিশালী (রণনিপুণ) বান্দাদের প্রেরণ করব এবং তারা তোমাদের গৃহসমূহে তোমাদের (দমনের উদ্দেশ্যে) তন্ন তন্ন করে খুঁজবে এবং এ প্রতিশ্রুতি পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী।