IQNA

মিশরের বিখ্যাত ক্বারীর কণ্ঠে মনোমুগ্ধকার তিলাওয়াত

ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী পরিচালিত "আল-আকসা তুফান" অভিযানের সমর্থনের সাথে সামঞ্জস্য রেখে ইকনা নিউজ এজেন্সি বিশ্বের প্রসিদ্ধ ৫ জনের সুললিত কণ্ঠে সূরা ইসরা'র ৫তম আয়াত তেলাওয়াতের একটি ক্লিপ প্রকাশ করেছে। কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা'র শ্রোতাদের জন্য "শেখ মোহাম্মদ সাদিক আল-মানশাভি, শেখ মুস্তাফা ইসমাইল, শেখ আব্দুল বাসিত আব্দুল সামাদ, শেখ মাহমুদ আলী আল-বান্না এবং শেখ কামেল ইউসুফ আল-বাহতামি" সহ বিখ্যাত মিশরীয় ক্বারিগণ তিলাওয়াত করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

captcha