ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনি শরণার্থীদের মতে, গাজায় ইহুদিবাদী শাসকদের ক্রমাগত আক্রমণের ফলে এই এলাকায় গড়ে প্রতি ১০ মিনিটে একজন ফিলিস্তিনি শিশু শহীদ হচ্ছে। এজন্য ফিলিস্তিনি শিশু শহীদদের গ্রাফিক চিত্র সহ আলী ফানির কণ্ঠে দোয়া ফারাজের শুনতে পাবেন।
اِلهى عَظُمَ الْبَلاءُ وَ بَرِحَ الْخَفآءُ وَ انْکَشَفَ الْغِطآءُ
وَ انْقَطَعَ الرَّجآءُ وَ ضاقَتِ الاَْرْضُ وَ مُنِعَتِ السَّمآءُ
আশা ভঙ্গ হয়েছে , পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে , আসমান ( আকাশ ) বৃষ্টি বর্ষণ করা থেকে বিরত থেকেছে ( আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে ) ,
وَ اَنْتَ الْمُسْتَعانُ وَ اِلَیْکَ الْمُشْتَکى وَ عَلَیْکَ الْمُعَوَّلُ
একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করা হয় , একমাত্র আপনার কাছেই (আমাদের সকল) অভিযোগ ( ও শিকায়ত ) ,
فِى الشِّدَّةِ وَ الرَّخآءِ اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّد وَ الِ مُحَمَّد
কি কঠিন বিপদকালে কি প্রাচুর্যের সময় ( অর্থাৎ সর্বাবস্থায় ) একমাত্র আপনার উপরই ( আমাদের ) নির্ভরতা ( আমরা সর্বাবস্থায় একান্তভাবে নির্ভরশীল আপনার উপরই ) । হে আল্লাহ , হযরত মুহাম্মদ ( সা .) ও তাঁর আলের ( নিকটাত্মীয় ও বংশধর আহলুল বাইত ) উপর দরূদ ও সালাত প্রেরণ করুন
اُولِى الاَْمْرِ الَّذینَ فَرَضْتَ عَلَیْنا طاعَتَهُمْ وَ عَرَّفْتَنا بِذلِکَ مَنْزِلَتَهُمْ